মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২” উদযাপন উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দুই দিন ব্যাপী জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। শ্রেণী ভিত্তিক ৪ টি গ্রুপে মোট ১৬ টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতার সমাপনী শেষে মোট ৪৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য বিজয়ী ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান।