চট্টগ্রাম অফিস:
চট্টগ্রামে বন্দর থানাধীন ধুমপাড়া এলাকায় ভুয়া ফেইসবুক আইডি’র হয়রানীর শিকার হয়েছেন রাজমিস্ত্রি হাসান। গত ১৪ই সেপ্টেম্বর একটি অসাধু চক্র নাম পরিচয় বিহীন “প্রতিবাদ প্রতিদিন” নামক একটি ভুয়া ফেইসবুক আইডি থেকে রাজমিস্ত্রি হাসানকে নিয়ে “রাজমিস্ত্রি হাসান যখন অবৈধ মাদক ও নারী ব্যবসার ডন” শিরোনামে একটি মাদক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। যা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। ঐ রিপোর্টে উল্লেখ করা হয় যে, রাজ মিস্ত্রি হাসান দীর্ঘদিন যাবত বন্দর থানাধীন ধুমপাড়া এলাকায় রমরমা নারী ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। অথচ রাজমিস্ত্রি হাসান চট্টগ্রামে এসেছে মাত্র দেড় বছর। এই অপপ্রচারের বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে কথা বললে তারা বলেন যে, রাজমিস্ত্রি হাসান অত্যান্ত ভদ্র ও অমায়িক একটি ছেলে। বিগত দেড় বছর যাবত অত্যান্ত সততা ও নিষ্ঠার সাথে সে ধুমপাড়া এলাকায় তার জীবিকা নির্বাহ করে আসছে। সে সর্বদা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করত এবং মাদকসেবীদের মনে-প্রানে ঘৃনা করত। যারা তার বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়েছে আমরা তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানাচ্ছি এবং অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ফেইসবুকে “প্রতিবাদ প্রতিদিন” আইডিতে ঢুকলে দেখা যায় সেখানে আরও বেশ কিছু স্বনামধন্য ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। নাম পরিচয় বিহীন এই ফেইসবুক আইডি’র প্রোফাইল পিকচার এর জায়গায় একটি কার্টুনের ছবি রয়েছে। এই সকল ভুয়া ফেইসবুক আইডি’র বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, এই সকল ভুয়া ফেইসবুক আইডি’র উপর আমাদের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সকল ভুয়া ফেইসবুক আইডি’র এ্যাডমিনদেরকে সনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসব। এই সকল অপপ্রচারের ব্যাপারে রাজমিস্ত্রী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার একটাই অপরাধ আমি মাদক ও মাদকসেবীদের মনে প্রাণে ঘৃনা করি তাই একদল অসাধু ব্যক্তি আমার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। রাজমিস্ত্রী হাসান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খারইখালী গ্রামের মোঃ ওমর আলী সরদারের ছেলে।