ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে সদর উপজেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.হান্নান হাওলাদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পি,বিশেষ অতিথি যুবদল নেতা মো. রবিউল ইসলাম তুহিন,শ্রমিক দল নেতা টিপু সুলতান, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি দ্বীন ইসলাম,যুগ্ন আহবায়ক মো.শফিকুল ইসলাম লিটন।বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার সহ সকল মামলা থেকে অব্যাহতির দাবী জানান।