বিশেষ প্রতিবেদকঃ
ভুরুঙ্গামারীতে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের অর্থায়নে কাশেমবাজার স্বাস্থ্য সেবা সংস্থা (কেবিএসএসএস)’র আয়োজনে হেল্থ এন্ড রিহ্যাবিলিটেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বলদিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডিক্যাপ ইন্টার ন্যাশনালের প্রকল্প পরিচালক মোঃ গোলাম মোস্তফা,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সালেকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ সুভাষ চন্দ্র সরকার ,আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম প্রমুখ। উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় সহস্্রাধিক প্রতিবন্ধী ও অস্বচ্ছল রোগীকে পরীক্ষানিরীক্ষা সহ বিনা মুল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়।সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন জানান,ভুরুঙ্গামারী উপজেলার ১০টি এবং নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে সংস্থাটি মা ও শিশুদের স্বাস্থ্য সেবা,প্রতিবন্ধীদের চিকিৎসা,কারিগরী সহায়তা,গণসচেতনতামুলক প্রশিক্ষণ দিয়ে আসছে।তিনি সংস্থাটির গতিশীলতা বাড়াতে বিভিন্ন সরকারী বেসরকারী দাতা সংস্থাকে সমাজের প্রতিবন্ধী ও অস্বচ্ছল রোগীদের সেবায় এগিয়ে আসার আহবান জানান।