নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শেষ হয়েছে উত্তরাঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া মিউজিক ভিডিও এ্যালবাম “ফাঁকিবাজি”র কাজ। রোববার দিনব্যাপী কুড়িগ্রামের ধরলা পাড়স্থ লোকেশনে “চেংরাটা ঘরমরাইস ঘরের পাইছলা বেড়া, করিস ফঁসফঁসেয়া আও” শিরোনামের গানিটির ভিডিও শুটিং এর মাধ্যমে কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন এ্যালবামটির চিত্রনাট্য পরিচালক হাফিজুর রহমান হৃদয়। আর গানটিতে মডেল হিসেবে অভিনয় করেন পরিচালক নিজেই এবং তার বিপরীতে অভিনয় করেন ফেরদৌসী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একমাত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান শফি মডিয়ার ব্যানারে এ্যালবামটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন উত্তর ধারলার জনপ্রিয় ভাওয়াইয়া কণ্ঠ শিল্পী শফিকুল ইসলাম শফি এবং স্মৃতি। ৯টি গান দিয়ে বের হচ্ছে এ্যালবামটি। গানগুলোর কথা লিখেছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত গীতিকার দেলোয়ার হোসেন, শিল্পী শফি এবং হাফিজুর রহমান হৃদয়। মিজানুর রহমান মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীত পরিচালনা করেছেন হাবিবুল হক মৃধা, ভিডিও ধারন করেছেন নাগেশ্বরী জীম মাল্টিমিডিয়ার পরিচালক-আব্দুল গণি। ইতোমধ্যে এ্যালবামটির ভিডিও স¤পাদনার কাজও শেষ হয়েছে। ভিডিও স¤পাদনা করেন ফিরোজ মাহমুদ কবীর। স্বপ্ন নিবেদিত, ফাঁকিবাজি’র চিত্রনাট্য পরিচালনা করেন তরুণ লেখক ও সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়। এ বিষয়ে হাফিজুর রহমান হৃদয় বলেন, এটি আঞ্চলিক ভাষায় লেখা একটি ভাওয়াইয়া গানের এ্যালবাম। গানগুলোর কথাগুলো বেশ চমৎকার। এ গানগুলোর মাধ্যমে সমসাময়িক চিত্র ও পুরনো ঐতিহ্য তুলে ধরা হয়েছে। দুজন শিল্পীই তাদের মিষ্টি ও মন মাতানো কণ্ঠে গানগুলো ফুটিয়ে তুলেছেন। মডেল অভিনেতারাও মনকারা অভিনয়ের মাধ্যমে সব চিত্র ফুটে তুলেছেন সাবলীল ভঙ্গীতে। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে এ্যালবামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রযোজক ও কণ্ঠশিল্পী শফিকুল ইসলাম শফি বলেন, এটি আমার তৃতীয় এ্যালবাম। বিগত “প্রাণকন্যা” ও “নাগেশ্বরীর আফজাল” এ্যালবাম দুটির বেশ দর্শকপ্রিয়তাই আমাকে এ এ্যালবামটি করার উৎসাহ যুগিয়েছে। আশা করছি এবারও দর্শক সাদরে গ্রহণ করবে এবং সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *