ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে দুধকুমর নদে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। সে সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামের জনৈক খইমুদ্দিনের পুত্র। জানাগেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে ঝগড়া করে সে রাগ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। শনিবার সকালে দুধকুমর নদের শাখায় একটি বাশের সাকোর কাছে তার লাশ পাওয়া যায়।থানা পুলিশের এস আই আব্দুল আওয়াল জানান, পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।