ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টেকনিক্যাল পদমর্যদা ও বেতনস্কেল সহ ৪ দফা বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ২য় দিনের মত অব্যাহত রয়েছে।
সোমবার সকাল থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ভুরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে।
ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রধান উপদেষ্টা বাবুল হোসেন, উপদেষ্টা রফিকুল ইসলাম, তাছরিন জাহান, কোহিনুর বেগম প্রমুখ। উপজেলার ১০ ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গন কর্মবিরতি অব্যাহত রেখেছেন। কর্ম বিরতি পালনকারীরা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বরে প্রধান মন্ত্রী প্রদত্ত ঘোষণার বাস্তবায়ন দাবী করেন। তারা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্ম বিরতি অব্যাহত রাখবেন বলে জানান। তাদের ৪ দফা দাবী গুলো, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যদা, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০%, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং ১০% পোষ্য কোটা প্রবর্তনের দাবী জানান।