ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নৈমুদ্দিন, ভোলাহাট প্রেসক্লবের সাধারণ সম্পাদক গোলাম কবির, সাবেক উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদ আব্দুল গাফ্ফার মুকুল, আফসার আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল বারী, মজিবুর রহমান মজনু, সূধী কয়েশ উদ্দিনসহ অন্যরা। পরে নিয়োগ প্রাপ্ত নারী পুরুষ ১০জন পরিচ্ছন্ন কর্মীদের মাঝে টুপি, পোষাক ও অন্যান্য উপকরণ আনুষ্ঠানিক ভাবে অতিথিগণ তাদের হাতে তুলে দেন। দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল সকল ইউনিয়নবাসির আন্তরিক সহযোগিতায় পরিচ্ছন্ন কর্মীদের পাশে থেকে দলদলী ইউনিয়নকে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন সিটি কর্পোরেশন, পৌরসভাতে পরিচ্ছন্নের যে কাজ সে কাজ দলদলী ইউনিয়নে করে মডেল হতে চান তিনি। এদিকে প্রধান অতিথি সবাইকে আন্তরিক সহযোগিতার আহবান জানান এবং আইনি সহায়তার দরকার হলে তিনি পাশে থাকবেন বলে জানান। উল্লেখ্য দলদলী ইউপি চেয়ারম্যান এর পূর্বে পরিষদের নিজেস্ব এ্যাম্বুলেন্স ক্রয় করে ইউনিয়নবাসিকে অল্প খরচে সেবা প্রদান অব্যহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *