শফিউল আলম শফি,কুড়িগ্রাম ঃ
‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’- এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক আনসার-ভিডিপি কর্মকর্তা মো: রুহুল আমিন।
আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, আনসার ও ভিডিপি জেলা কমান্ডার ইফতেখার ইসলাম, অবসরপ্রাপ্ত কমান্ডার আব্দুল লতিফ, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আবু সালেক মো: বায়েজীদ, দলনেতা মো: শাহজালাল, দলনেত্রী মাসুমা সুলতানা প্রমুখ।
সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সদস্যদের মাঝে ১৬টি বাইসাইকেল, ১৮টি সেলাই মেশিন ও ৫টি কেরামবোর্ডসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।