এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহে বিশিষ্ট কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে আজ সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় পায়রাচত্তরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় মানববন্ধন। এসময় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধনের সাথে একাতœতা ঘোষনা করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষার্থী, সাংস্কৃতিক ও মানবাধিকার ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বিশিষ্ট কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলার নেপথ্যে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।