মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধিঃ নাটেরের সিনিয়র সাংবাদিক, জেলা কমিউনিটি পুুলিশিং এর সভাপতি, রাণী ভবানী সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও নাটোর বার্তা পত্রিকার সম্পাদক প্রফেসর (অবঃ) এ কে এম নজরুল ইসলাম আমাদের মাঝে আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (০৮ মার্চ) সকালে নাটোরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
আজ বাদ জোহর নাটোরের কাচারী মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে তার জন্মস্থান নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঘাট মোড়দহ গ্রামে। সেখানে বাদ আসর নজরুল নগর- ঘাট মোড়দহ মডেল কলেজ মাঠে জানাজার নামাজ শেষে তার দাফনকার্য সম্পন্ন হবে।