চট্টগ্রাম অফিস: বিশ্বব্যাপী সংবাদপত্রের জগতে অনলাইন গণমাধ্যম একটি আধুনিক গণমাধ্যম। প্রিন্ট মিডিয়া ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাথে পাল্লা দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে এই মাধ্যম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনলাইন গণমাধ্যম পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বক্তারা আরও বলেন বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ ধরে উন্নয়নশীল দেশের দ্বারপ্রান্তে। বিশ্বের উন্নয়নশীল দেশের মতো আজ বাংলাদেশে অনলাইন গণমাধ্যম সক্রিয় ও শক্তিশালী গণমাধ্যম হিসেবে স্বীকৃত। জাতীয় অনলাইন টেলিভিশন চ্যানেল কাজী টিভির চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ১ মে মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব এর সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন বরেণ্য শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী টিভি চট্টগ্রাম কার্যালয় এর ব্যুরো প্রধান মো. ফিরোজ, আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ কর কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী, কাজী টিভির নির্বাহী সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ড. কামরুল ইসলাম হৃদয়, জামাল খান ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানারা বেগম, নাগরিক নিউজ বিডি ডট.কম এর সম্পাদক আ ন ম সানাউল্লাহ, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, কাজী টিভির চট্টগ্রাম কার্যালয় এর সিনিয়র রিপোর্টার রাজীব চক্রবর্তী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্বাধীন সংবাদের বিশেষ প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, সিটিজি পোস্ট ডট.কম এর স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন রাজু, সোহেল, আরমান, রাতুল, নোমান, খোরশেদ, মোর্শেদ, পিন্টু ও মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে চট্টগ্রাম কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *