ডেস্ক রিপোর্ট
পাকিস্তানের সেনাদের ছোড়া গুলিতে ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও দু’জন।রবিবার ভোরে পাক সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর বালাকোট সেক্টর লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। সে সময় বাড়িতে সপরিবারে ছিলেন মুহাম্মদ রমজান। পুলিশ জানিয়েছে, পাক সেনাদের ছোড়া একটি মর্টার গিয়ে রমজানের বাড়িতে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজান, তার স্ত্রী ও তিন ছেলের। আহত হয় তার দুই মেয়ে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সংস্থা এএনআই-কে জম্মু-কাশ্মীরের ডিজিপি এসপি বৈদ জানান, আজ সকালে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনারা। বালাকোট সেক্টর লক্ষ্য করে তারা এলোপাথারি গুলি ও মর্টার ছুড়তে শুরু করে। তাতেই মৃত্যু হয় পাঁচজনের, আহত হয়েছেন দু’জন।