কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এর আগে ২৫ মার্চ মধ্যরাতে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গণহত্যা দিবসকে আর্ন্তজাতিক স্বীকৃতির দাবীতে মোমবাতি প্রজ্জালন করা হয়।
সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ।
পরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননতা প্রদান, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে।