নাটোর প্রতিনিধিঃ
২৬শে মার্চ দুপুরে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সাজিপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় (বনপাড়া-লালপুর) সড়কে দিন দুপুরে জুয়েল(২৫) নামের এক ছাগল ব্যাবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনতাই করেছে র্দুবৃত্তরা। কদমচিলান ইউপির ডাঙ্গাপাড়া চিলান গ্রামের আফসার প্রামানিকের ছেলে জুয়েল।
স্থানীয় সূত্রে জানা যায়,জুয়েল দুপুরের দিকে দয়রামপুর হাঠ থেকে ছাগল বিক্রি করে ভুটভুটি যোগে বনপাড়া আসছিলো এ সময় ওয়ালিয়া ইউনিয়নের সাজিপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় অপরিচিত তিনজন লোক মোটরসাইকেল নিয়ে ভুটভুটি থামাতে বলে। তারপর ভুটভুটিতে অবৈধ মাল আছে চেক করবে বলে একটি প্যাচানো ধারালো চাকু বের করে জুয়েলের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
০৭নং ওয়ালীয়া ইউপি চেয়ারম্যান জানান ইতি পূর্বে এরকম ঘটনা ঘটেনি। আজই প্রথম এবং পরবর্তীতে কোন ভাবেই যেন এরকম ঘটনা না হয় তার বিষয়ে সজাগ থাকবে এলাকাবাসী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন,এখনও লিখিত অভিযোগ আসেনি আসলে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং পরবর্তিতে যেন এরকম ঘটনা না হয় তার জন্য পুলিশ প্রশাসন সব সময় সজাগ থাকবে।