মো:মনির হোসেনঝালকাঠি ॥
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বিএমএসএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।গতকাল রোববার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঝালকাঠি জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মাহবুবুজ্জামান স্বপন, হুমায়ুন কবীর খান, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকির, যুবলীগ নেতা ও কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, শাহ আলম খান ফারসু, অজানাবার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা তথ্য কর্মকর্তা মোঃ রিয়াদুল ইসলাম, বিটিভি প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিম, বিএমএসএফ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম। বিএমএসএফ জেলা শাখার সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর পরিচালনায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রবীণ সাংবাদিক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহা। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএমএসএফ জেলা কমিটিতে ৪জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।তারা হলেন জাগো নিউজ জেলা প্রতিনিধি ও দৈনিক শতকণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ আতিকুর রহমান, দৈনিক সময়ের বার্তার জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, দৈনিক প্রথম সকাল ও বরিশাল ক্রাইম এর জেলা প্রতিনিধি মোঃ রিয়াজ মোর্শেদ, প্রভাতি খবর ও সকালের বার্তার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুররহমান।