মোঃমনির হোসেন ঝালকাঠীঃঝালকাঠিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সাংবাদিকদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় টিআইবি’র ঝালকাঠি কার্যালয় হেমায়েত উদ্দিন হিমু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সনাক’র সহ-সভাপতি ড. কামরুন্নেছা আজাদ, সনাক সদস্য হোসনে আরা বেগম, , বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র সদস্য মো: নজরুল ইসলাম তালুকদার। এরিয়া ম্যানেজার মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তারা টিআইবি’র বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও জলবায়ু অর্থায়নে সুশাসন এর উপর টিআইবি’র কার্যক্রমের প্রতিবেদন সভায় পেশ করেন ।