প্রতিনিধি নাগেশ্বরী ঃ নাগেশ্বরীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস অফিস।
বুধবার দুপুর ২ টায় উপজেলা সিনিয়র মৎস অফিসার মাসুদ রানা সরকার তার কার্যালয়ে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন এ উপজেলায় মৎস চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু পরিকল্পনানুযায়ী বাস্তবায়ন। বর্তমানে এ উপজেলায় মাছ উৎপাদন হয়েছে ৭১৬৩.৭২৫ মে.টন। যা গত বছরের তুলনায় ৮৮১.৬২৫ মে.টন বেশী। তারপরেও উৎপাদন ঘাটতি রয়েছে ১০৫৫.২১৫ মে,টন। এই চাহিদা পুরনে চাষী ও মৎসজীবিদের উদ্বুদ্ধ করা প্রয়োজন। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ লিটন চৌধুরী, জোবায়ের সিদ্দিকী স্বপন, পাভেল জামান, কীর্ত্তিকা সেন বিল্টু, মজিবর রহমান, মোসলেম উদ্দিন, গোলাম মওলা সিরাজ, সহকারী মৎস কর্মকর্তা রায়হান উদ্দিন সর্দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *