ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে মাদকসেবী এক পুত্রের লাঠির আঘাতে হতভাগ্য পিতার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার পাথরডুবী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানাগেছে, পাথরডুবী ইউনিয়নের পাথরডুবী গ্রামের নুরুল ইসলাম মাষ্টার (৬০) স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতার কাজ করতো। তার ছোট ছেলে সিরাজুল ইসলাম (৩২) মাদক সেবন করতো এবং নিয়মিত টাকা না দেয়ায় প্রায় সময়ই ঝগড়া বাধতো। ঘটনার দিনেও টাকা না দেওয়ায় পিতা পুত্রের মধ্যে ঝগড়া বাধে এবং এক পর্যায়ে পুত্রের লাঠির আঘাতে ঘটনা (নিজ বাড়ি) স্থলেই হতভাগ্য পিতার মর্মান্তিক মৃত্যু ঘটে। উল্লেখ্য, সিরাজুল বিবাহিতা এবং তার অত্যাচারের কারনে স্ত্রী অতিষ্ঠ হয়ে পালিয়ে যায়। ওসি ইমতিয়াজ কবির জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ভুরুঙ্গামারী থানার পুলিশ মোবাইল ট্রাক করে আসামী অন্যত্র পালিয়ে যাবার সময় কুড়িগ্রাম জেলা শহর থেকে তাকে আটক করেছে।