কুড়িগ্রাম সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে শিক্ষকদের অবহেলায় এক ছাত্রের অকাল মৃত্যু। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শী ছাত্র/ছাত্রীরা জানায় উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের আবু হানিফের পুত্র,ঐ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আতিকুর রহমান গত রবিবার দুপুর সোয়া ১ টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে উপরের সিড়ি ধরতে গিয়ে হাত পিছলে পড়ে মারাত্মকভাবে আঘাত পেয়ে অজ্ঞান হয়। পরে জ্ঞান ফিরলে বিদ্যালয়ের শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা না দিয়েই বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বিকালে আতিকুর রহমানের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা সদর হাসপাতালে পাঠালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়। বিদ্যালয়ের শিক্ষক বিলকিছ খাতুন,নাজনীন আক্তার,উম্মে তাহেরা এবং শ্রেণী শিক্ষক কহিনুর বেগম জানান,বারান্দায় খেলতে গিয়ে আহত হওয়ার পর তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এলাকাবাসী জানায় প্রতিনিয়ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐ বারান্দায় লাফালাফি করলেও শিক্ষকরা কোন নজর না দেয়ার কারনে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী জ্যোতির্ময় সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।আতিকুরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *