মোঃমনির হোসেন ঝালকাঠী ঃঝালকাঠির রাজাপুর উপজেলার ১৫ নং শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থী ও শুক্তাগড় গ্রামের অটোচালক জিয়া ফকির’ র ছেলে মাহিদের চিকিৎসার ব্যয় বহনের অভাবে পঙ্গুত্ব বরন করতে হচ্ছে ! মাহিদের বাবা অটো চালক জিয়া ফকির জানান, গত ১৯ জুলাই আমার ছেলে একটি গাছ থেকে পড়ে গিয়ে তার হাত ও পা ভেঙ্গে যায় এরপর তার সে চিকিৎসা করাতে গিয়ে আমার হিমসিম খেতে হচ্ছে আর বর্তমান তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন সে জন্য ঢাকা পঙ্গু হসপিটালে নিয়ে গেলে টাকার অভাবে সেখানে ভর্তি করানো সম্ভব হয়নি ওর ভাল চিকিৎসা না করাতে পারলে হয়ত ওকে পঙ্গুত্ব বরন করতে হবে! মাহিদ বর্তমানে ব্যান্ডিস করানো অবস্থায় ঢাকার উত্তর বার্ডা তার এক নিকট আত্মীয়র বাসায় রয়েছেন। এ বিষয়ে শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, মাহিদ আমার স্কুলের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র ওর বাবা খুবই অসহায়। শিশু শিক্ষার্থী মাহিদের বাবা দেশের স্ব হৃদয়বান ব্যক্তিদের কাছে তার ছেলের চিকিৎসার ব্যয় বহনের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
অনুরোধে : জিয়া ফকির
শুক্তাগড়
রাজাপুর – ঝালকাঠি
মোবা: ০১৮৩৭০৪৭৪৭১