ঃ
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাজারে ভয়াবহ অগিকান্ডে ৫টি দোকান ২টি পাটের গুদামঘর ও ২টি বসত বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে।এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।
শুক্রবার (১৬ নভম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুরুঙ্গামারী উপজলার কামাতআঙ্গারীয়া গ্রামের দফাদার মোড়ে একটি বাজারেরবআফজালের চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আফজাল ও আমজাদ হাসেনের পাটের গুদাম, ৫টি বিভিন্ন দোকান ঘর ও দুটি বসত বাড়ির ৬টি ঘর ভস্মিভূত হয়ে যায়। পরে নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে । বর্তমান ঘটনা স্থলে
পুলিশ মোতায়েন রয়েছে।
ওসি ইমতিয়াজ কবির জানান, আগুন নিয়ন্ত্রনে
রয়েছে এবং যেকোন ধরনর অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।