ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে গোপন বৈঠককালে জামায়াতের উপজেলা সেক্রেটারীসহ ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে গোপন বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো জামায়াতের উপজেলা সেক্রেটারী রুহুল ইসলাম হামিদী (৪৮), তিলাই ইউনিয়নের জামায়াতের সভাপতি আইয়ুব আলী(৪৮), সেক্রেটারী রমজান আলী (৪০) ও জয়মনিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম(৩৫)। ওসি ইমতিয়াজ কবির জানান, গোপন বৈঠকের সময় তাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে আটক করা হয়েছে।