ষ্টাফ রিপোর্টারঃ নদীর দখল ও দূষন রোধে সরকারকে এগিয়ে আসতে হবে, ঢাকার ভিতর প্রভাবশালী কতৃক দখলকৃত খালগুলো উদ্ধার করে রক্ষণা বেক্ষনের ব্যবস্হা করতে হবে। গত ১৯ জানুয়ারী ঢাকার পল্টনে পরিবেশবাদী সংগঠন গ্রীন মুভমেন্ট আয়োজিত নদীর দূষন, নাব্যতা সংকট ও ভাঙ্গন রোধে সরকার ও জনগনের করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি র বক্তিতায় উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংস্থার মহাসচিব এম এ মমিন।
সংগঠনের পরিচালক এনামুল হক রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোনায় আরো উপস্হিত ছিলেন গ্রীন মুভমেন্ট এর চেয়ারম্যান বাপ্পি সরদার, সময়ের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম ফজলুল হক ফজলু, কেন্দ্রীয় সদস্য আল আমিন, হাদিউল ইসলাম, শাহিন মন্ডল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম বিল্লাল হোসেন প্রমুখ। বক্তাগন নদীর দূষন ও নাব্যতা সংকটের অন্যতম কারন হিসাবে ভারত ও বাংলাদেশের সঙ্গে অমিমাংসিত নদী গুলোর ব্যপারে বর্তমান সরকারকে দ্রুত একটি কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।