ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের জেন্ডার, শিশু সুরক্ষা ও শিশু অধিকার পর্যবেক্ষণ প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার ভূরুঙ্গামারী উপজেলার শিলখূড়ী ইউনিয়ন ফেডারেশন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম. মাগ্ফুরুল হাসান আব্বাসী প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিলখূড়ী ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ,উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান প্রমুখ। ইউপি চেয়ারম্যান বলেন সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের মাধ্যমে জোরালো ভাবে কাজ করায় শিলখূড়ী ইউনিয়ন এখন বাল্যবিবাহ মুক্ত। আগামী মার্চ ২০১৯ এর মধ্যে আমরা প্রাথমিকভাবে ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করবো। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ অর্জনের ফলে আমরা ইউনিয়নের সকল স্তরের মানুষের কাছে কৃতজ্ঞ। কেননা বাল্যবিবাহ রোধ করার কাজটি একার পক্ষে অর্জন করা সম্ভব না। আমরা একটি সুপরিকল্পিত প্রক্রিয়া অনুসরণ করে জনসাধারণের সম্পৃক্ততা নিশ্চিত করতে পেরেছি। আপনারা দূত হিসাবে কমিউনিটিতে জনসচেতনতামূলক কাজ অব্যাহত রাখবেন। আমরা খুব তাড়াতাড়ি ভূরুঙ্গামারী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করতে যাচ্ছি। মেয়েশিশুদের উন্নয়নের জন্য এই উপজেলা হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন