হুমায়ূন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে,
এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আলমগীরের মা জোবেদা বেগম বৃহস্পতিবার ভোররাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ছয় কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামীর নাম মৃতঃ বাবর আলী। কুড়িগ্রাম শহরের রিভারভিউ মোড়ে তার বাড়ি। বৃহস্পতিবার সকাল এগারোটায় মজিদা আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।