স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
বাল্য বিয়ে,ধর্মীয় চরমপন্থীতা,মাদক নির্মুল,ভূমিদস্যু ও বালু খেকোদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কালীরহাটে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী। এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার এস,আই শ্রী নিমাই চন্দ্র ও এ,এস,আই মুক্তা সরকার। প্রধান অতিথি বলেন পুলিশিংয়ের আওতায় যে উঠান বৈঠক হচ্ছে তা একটি সামাজিক বিবর্তন। আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে এই সমাজে শান্তি শৃংখলা রক্ষা করা সম্ভব নয়। সবাই আমাদের তথ্যদিন,সহযোগীতা করুন। তাহলেই সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। উল্লেখ্য সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী যোগদানের পর থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণীর পেশা জীবিদের নিয়ে উঠান বৈঠক প্রথা চালু করায় ভূরুঙ্গামারী সার্কেলের আওতাধীন ভূরুঙ্গামারী ও কচাকাটা থানায় অপরাধ প্রবনতা অনেকটা কমেছে। সকল পেশাজীবিদের ঐক্যজোটে সমাজ থেকে সকল অপরাধমুলক কাজ নির্মূল করতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।