ঝালকাঠি প্রতিনিধি ঃঝালকাঠি জেলা শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর একটি গোডাউন থেকে ৬মনের অধিক(২৫০ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। সেই সাথে নিষিদ্ধ পলিথিন অবৈধ ভাবে তার গুদামে রাখার অপরাধে ব্যবসায়ী রাজ্জাক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, ২৯ মে বুধবার দুপুরে শহরের কুমারপট্টি এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের (সহকারী করিশনার) নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযান চলা কালীন সময় কামারপট্টি এলাকার ব্যবসায়ী রাজ্জাক মিয়ার গুদাম থেকে এ পলিথিন উদ্ধার করে। তার গোডাউনে এ অবৈধ পলিথিন রাখেন। অভিযানে গোডাউনের ভিতর থেকে ১০টি বস্তায় রাখা ৬মনের অধিক (২৫০ কেজি) নিষিদ্ধ পলিথিন উদ্ধার হয়।