রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে কানু হত্যা দিবস উপলক্ষে ৪ জুলাই শোক র্যালী বের করা হয়। সিডিএ-দিনাজপুর ও এএলআরডি-ঢাকার সহযোগিতায় ভূমিহীন জনসংগঠনের উপজেলা সমন্বয় পরিষদ রাণীশংকৈলের আয়োজনে শোক র্যালী, স্মারকলিপি প্রদান ও জনসমাবেশ কর্মসূচী পালন করা হয়। উপজেলা সিডিএ কার্যালয় থেকে শোক র্যালীটি বের হয়ে উপজেলা চত্বর গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি প্রদান শেষে একই স্থানে র্যালীটি শেষ হয়। শহীদ কমলা কান্ত কানু’র হত্যা দিবসে কানু হত্যাকারী-ভূমি দস্যূ ও ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক মিথা মামলা সহ ভূমিহীনরেকে অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে এ ্র্যালীর আয়োজন করা হয়। এসময় সিডিএ কর্মকর্তা কর্মচারী ও ভূমিহীন জনসংগঠনের নেতৃবৃন্দ এবং ভূক্তভোগীরা উপস্থিত ছিলেন।