বিজয় রায়, রাণীশংকৈল প্রতিনিধি ঃ “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মীনা দিবস ২০১৯ উদ্যাপিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মকসেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার,সহকারি শিক্ষা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় ।