বিজয় রায়,রাণীশংকৈল প্রতিনিধি:
“সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে”এই প্রতিপাদ্য কে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয় । র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, পৌর কাউন্সিলর মুক্তিরানী বসাক, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফরিদা ইয়াসমিন,কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল্লাহ হীল বাকী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা কেরামগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।