ঝালকাঠি প্রতিনিধি :বৈশ্বিক মহামারী করোনার কারানে সারা বিশ্বের করুন অবস্থা, সারা বিশ্বের আতংকের আরেক নাম করোনা,বাংলাদেশের ৬৫ জেলায় চলছে ঘোষিত কিংবা অঘোষিত লকডাউন,প্রতি দিন বাড়তে আক্রান্ত ও মৃতের সংখ্যা,ঝালকাঠি তে ইতি মধ্যে মোট ৬,জন করোনা রোগী সন্তাক্ত হয়েছে,এই লক ডাউনে নিম্ন ও মধ্যভিত্ত পরিবার গুলো আজ দিশেহারা,তারা আজ কর্মীহীন,আর ঝালকাঠির বিভিন্ন সামাজিক সংগঠন গুলো ও তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তা প্রদান করে যাচ্ছে,ব্যাক্তি পর্যায়ে ও অনেক মানবিক মানুষ গুলো এই খাদ্য সংকটে পরা মানুষের পাশে দাড়িয়েছেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ আল ইমরান তাদের মধ্যে একজনএকজন ছাত্র হয়েও তার টিউশনী করে জমানো অর্থ ভাগ করে দিলেন শেখের হাটের ৩০টি অসহায় পরিবারের মধ্যে,শধু তাই নয় আসিফের অনান্য বন্দ্বু রাকিব,মেশকাত,আবির কে নিয়ে প্রায় ৫০০মাক্স ও স্যানিটাইজার বিনামূল্যে বিতরন করেন।এলাকাবাসী ও সুধীজন তাদের এই মানবিক প্রচেস্টাকে সাধুবাদ জানান
জনৈক ব্যাক্তি বলেন ঃতারা নিজেরা ছাত্র হয়ে যেভাবে আমাদের কষ্ট বুঝে আমাদের পাশে দাঁড়িয়ে ছে অনেক টাকাওয়ালা নেতাদের তারদের কাছ থেকে শিক্ষা গ্রহন করা উচিত।মুঠোফোনে আসিফের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে তার টিউশনি ও মাসের হাত খরচের টাকা গুলো দুস্থ ও অসহায় মানুষ কে দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন,তিনি সমাজের ধনীদের এই সব মানুষে পাশে থাকার আহবান জানান।