মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৩ টি কওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার প্রধনমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রতিটি মাদ্রাসায় ১০ হাজার করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনসুর আলী উপস্থিত ছিলেন।