মোঃ মোশারফ হোসেন
রাজারহাট প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারজাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর গতিয়াশাম গ্রামের নদীর তীরবর্তি এলাকায় বসবাসরত মোছাঃ কুলছুম বেগমের ঘুম-ভাংতেই পানিতে পা। এটা কি সপ্ন ! আসলেই এটা সপ্ন না, কুলছুমের মতো অনেকের কাছে ঘটলো বাস্থব ঘটোনা। হঠাৎ করে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় রাতের আধারে নদীর র্তীরবর্তি নিম্ন অণ্চল এর ঘড়বাড়ি পানির নিচে তলিয়ে যায়। হাজারো কুলছুমের ঘড়ে চুলায় আগুন জ্বলছে কি ? না! তবে কোথায় আজ জনগনের নির্বাচিত প্রতিনিধিরা প্রশ্ন সাধারন জনগনের।