প্রয়াত শাকিলের কবরে ময়মনসিংহ জেলা

মো: নাজমুল হুদা মানিক ॥ মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, ময়মনসিংহের কৃতিসন্তান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আলহাজ¦ মো: জহিরুল হক খোকা এর জৈষ্ঠপুত্র মাহবুবুল হক শাকিলের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রয়াত মাহবুবুল হক শাকিলের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্নার মাগফিরাত কামনায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ভাটিকাশর গোরস্থানে ৬ ডিসেম্বর সকাল ৮টায় পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাটিকাশর কবরস্থানে পুস্পস্তবক অর্পন কালে জেলা আওয়ামীলীগের কর্মসুচীতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ¦ মো: জহিরুল হক খোকা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলহাজ¦ আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান হোসাইন আল তাজ, জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, ইশ^রগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীন, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর হিমেল, জেলা স্ব্চ্ছোসেবকলীগের প্রচার সম্পাদক সুমন তাজ, জেলা যুবলীগের সম্মানিত সদস্য আনোয়ার জাহান শরীফ, ইমরান জামান বাবু, বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা মো: জাকারিয়া, জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রমিকলীগ নেতা জামাল আহমেদ, ত্রান ও পুর্নবাসন সম্পাদক আজিজুল ইসলাম বিপ্লব, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ তালকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা এবং বাবা-মাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এ অস্বাভাবিক মৃত্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিবার সদস্য এবং তার রাজনৈতিক সহকর্মী, বন্ধুদের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রয়াত মাহবুবুল হক শাকিলের বাবা এডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক। গ্রমের বাড়ি গফরগাঁও। শাকিলের স্ত্রী নিলুফার আঞ্জুম পপি একজন আইনজীবী। একটি কন্যা সন্তান রয়েছে। মাহবুবুল হক শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে ২০ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ছাত্রলীগের এক সময়ের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শাকিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর তাকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করলেও শাকিল একজন কবি হিসেবেও পরিচিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন তিনি। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন