নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সরস্বতী পূজা উপলক্ষে বৈশাখী সংঘের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ফেব্র“য়ারি রবিবার রাত সাড়ে ৮ টায় কুষ্টিয়া শহরের আমলাপাড়াস্থ বৈশাখী পূজা সংঘ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও বৈশাখী সংঘের সভাপতি (পি.পি) এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল ইসলাম (বাদল) এবং ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ সুলতানা বনি। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে দেশ ও জণগণের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন, বৈশাখী সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকী। আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন, বৈশাখী সংঘের শ্রী শ্রী সরস্বতী পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মানব চাকী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন, বৈশাখী সংঘের সাধারণ সম্পাদক গৌতম চাকী, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবব্রত রায় বাচ্চু, বৈশাখী সংঘের বুলেট, তুষার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সাবেক সভাপতি সমরেন্দ্র নাথ বিশ্বাস পঁচা, শহর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বিশ্বাস জনি, কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নিলয় কুমার সরকার, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক সুজন কর্মকার সহ বৈশাখী সংঘের সকল নেতৃবৃন্দ ও আমলাপাড়া বাসি উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। আলোচনা সভা শেষে মিলন সঙ্গীত একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।