আশানুর রহমান আশা – বেনাপোল।

যশোরের র্শাশা উপজলোর শ্যামলাগাছী উত্তরপাড়া গ্রামের রহিমা খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৪শে র্মাচ) বেলা ১২ টার সময় রহিমা তার নিজঘরেরর আড়ার বাঁশের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
নিহিত রহিমা খাতুন শ্যামলাগাছী গ্রামের রাজমিস্ত্রি সাইফুল ইসলামেরর বড় মেয়ে এবং র্শাশা বালিকা মাধ্যমকি বিদ্যালয়ের ৯ম শ্রণেীর ছাত্রী।

নিহতের পরিবার এবং প্রতিবেশীরা জানান, মেয়েটি খুবই ভালো তবে অনকে জেদী স্বভাবের ছিল। মায়েরসাথে সকালে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে র্শাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিতি করে বলেন, আমরাও মেয়েটির মৃত্যূর কারণ আত্মহত্যা হিসাবে ধারণা করছি তবে লাশটি ময়নাতদন্তেরজন্য যশোর র্মগে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সহ পুলিশি তদন্তের পর বিস্তারতি জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *