ইউনুছ রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে উন্নয়ন মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দু’দিন ব্যাপী এ মেলা উপজেলা চত্বরে শুরু হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। এ উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল রয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের
কর্মকর্তারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।