রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আসার পর থেকে প্রাথমিক শিক্ষার মান অনেক বেড়ে গেছে। প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল বৈষম্য দূর করে ১০তম গ্রেডে উন্নীত করা হবে। “শিক্ষকরা প্যারালাইসিস হলে, এদেশ প্যারালাইসিস হবে।” তাই শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে। এদেশের শিক্ষকদের দিকে তাকিয়ে আছে বঙ্গবন্ধু, আর আপনারাই এদেশ। তিনি বলেন, শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে তাদের এরিয়ার গ্রামগুলোতে
অভিভাবক ও শিক্ষাথর্ীদের সাথে মতবিনিময় করতে হবে। শিক্ষাথর্ীদের খেঁাজ-খবর নিতে হবে। তাদের সাথে ওঠান বৈঠক করতে হবে। সোমবার সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে কোভিড-১৯ পরিস্থিতিতে শিশুদের পাঠদান চলমান রাখার বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে
প্রধান অতিথির নির্দেশনামুলক বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে নির্দেশনামুলক বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *