আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সোমবার( ১৬ মে) দুপুর ১২ ঘটিকা থেকে বেলা ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ২ শত টাকা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পন্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ না লেখার অপরাধে, জরিমানা আরোপ ও আদায় করা হয়।প্রতিষ্টানগুলো হল, রহিমা ড্রাগ হাউজ, মধ্য বাজার, শাহবাজপুর, বড়লেখা ৩ হাজার টাকা, মনি কসমেটিক্স, শাহবাজপুর বাজার, বড়লেখা ১ হাজার টাকা, হোসেন স্টোর, পূর্ব বাজার, শাহবাজপুর, বড়লেখা ৫ শত টাকা, পলি গিফট কর্ণার, পশ্চিম বাজার, শাহবাজপুর, বড়লেখা ৭ শত টাকা, নয়ন মনি ভেরাইটিজ স্টোর, রেল স্টেশন মার্কেট, শাহবাজপুর, বড়লেখা ২ হাজার টাকা, আব্দুর রহিম মাংসের দোকান, মেইন রোড, বড়লেখা বাজার ২ হাজার টাকা। অভিযানে সহযোগীতা করেন জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মোঃ আজবাহার মুন্সি এবং বড়লেখা থানার এস আই অমিতাভ সহ একদল পুলিশ অফিসার।