রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
এবার গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে রাজিবপুরের আ’লীগ নেতা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। দু’জন সহযোগিসহ রাজিবপুরের স্লুইসগেইট এলাকায় এ ঘটনা ঘটান তিনি। পরে পুলিশ ওই দুই সহযোগিকে আটক করলেও গোলাম কিবরিয়া পালিয়ে যেতে সক্ষম হন। আটক দুজনের নিকট থেকে হেরোইন ও ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি নিয়ে গোটা রৌমারী-রাজিবপুরে এখন চলছে নানা মুখরোচক আলোচনা।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রৌমারী হাট থেকে গরু নিয়ে যাওয়ার সময় রাজিবপুরেরর স্লুইজগেইট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন দুজন গরু ব্যবাসায়ী। তাদের পথ রোধ করে চালান দেখতে চান ছিনতাইকারীরা। হাটের চালান দেখানোর সময় কৌশলে চালানদুটি নিজের পকেটে নেন একজন। ব্যবাসায়ীদের মারধর করে দুটি বলদ গরু নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় রাস্তায় টহলরত পুলিশ ভ্যান দেখে ব্যবাসায়ীরা ঘটনাটি পুলিশকে খুলে বলেন। পরে ছিনতাইকারীদের ধাওয়া করে আব্দুল বারেক (৪০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩৫) নামের দুজনকে গরুসহ আটক করা হয়। কিন্তু গোলাম কিবরিয়াকে পাওয়া যায়নি।
ছিনতায়ের কবলে পড়া গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আব্দুল গফুরের বাড়ি পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গোয়ালকান্দা গ্রামে। তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে গরুর ব্যবসা করি। রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে অন্য জায়গায় বিক্রি করি।’
রাজিবপুর থানার ওসি প্রীথৃশ কুমার বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তারা শুধু ছিনতাইকারী না হেরোইনও বিক্রি করে।’ #