চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের চিলমারীতে শনিবার বিকেলে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বালাবাড়ীহাট এলাকায় পল্লী বিদ্যুৎ স্টেশন সংলগ্ন কুড়িগ্রাম-চিলমারী পাকা রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতিতে আসা মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে বজলার রহমান (৬৭) মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মৃত বজলার রহমান উপজেলার বালাবাড়ীহাট এলাকার ভাষারভিটা গ্রামের মৃত খমির উদ্দিনের পুত্র।