শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা জেলা রূপসা উপজেলার রূপসা উন্নয়ন সংস্থার নিজেস্ব কার্যালয়ে আজ ২৩শে মে ২০২১ রবিবার রাত ৯টার সময় খুলনা জেলা রূপসা উপজেলার বাগমারা দক্ষিণ পাড়া এলাকার মরহুম মোঃ দলিল উদ্দিন শেখ এর বড় পুত্র ও দৈনিক রূপসান্ধল ২ পরিবার এর বার্তা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের স্বদেশ ও দৈনিক বাংলাদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক ৭১ বার্তা” সুন্নি সমাচার” কলম কথা” বাংলার ঐতিহ্য” ৭১ বাংলাদেশ” ঢাকার টাইম পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ শহীদুল্লাহ্ আল আজাদ এর পিতা মোঃ খয়বার শেখ এর মাগফিরাত কামনা করা হয়েছে।
এ দিকে এ সময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপসা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এ্যাতঃ মোস্তাফিজুর রহমান দোয়া পরিচালনা করেছেন ডাঃ মাওলানা মোঃ আমিরুল ইসলাম” এ সময় উপস্থিত ছিলেন রূপসা উন্নয়ন সংস্থার মোঃ রবিউল ইসলাম” মোঃ জাহাঙ্গীর হোসেন” নূর উদ্দিন মোল্লা” হাফেজ মোঃ জাহাঙ্গীর হোসেন” মোঃ রেজাউল করিম গাজী” আবু জাফর” মোঃ সজিব সুজা প্রমুখ।