রংপুরে জেন্ডার ভিত্তিক সমতা উন্নয়নের লক্ষে বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা প্রচারনা বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা সিভিল সার্জনের আয়োজনে, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায়, লাইফ সেন্টারের সহযোগিতায় মঙ্গলবার সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠিত হয়জেন্ডার ভিত্তিক সমতা উন্নয়নের লক্ষে বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা প্রচারনা বিষয়ক কর্মশালায়।
কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক অরবিন্দু কুমার মদক, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ জাহান মিয়া।
কর্মশালায় অংশ গ্রহনকারীদের বক্তব্য রাখেন ইমাম মোঃ আলমগীর কবীর,সদর এইচ আই দোলন কুমার দেব, ইপিআই সুপারেন্টেন্ড মোতালেব হোসন ও সংবাদ কর্মী রেজাউল ইসলাম জীবন।