মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ-
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে প্রতারনা মামলার ১ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
গত (২৫ জুন) শুক্রবার বিকেল ০৫.৩০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
এসময় তাহার নিকট থেকে ১ টি মোবাইল ফোন টাকা জব্দ করা হয়। সূত্র- সিআর নং-২৭৫/১৯ (সিরাজ),এসি-১৩৭৬/১৯ এবং সিরাজগঞ্জ সদর থানার সিআর সাজা রিসিভ নং-১৭২/২১।

গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ জাব্বার (৪৬),পিতাঃ মৃত ওয়াহেদ বক্স প্রাং, সাং-শিবনাথপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের সাজাপ্রপ্ত আসামী গ্রেফতার মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন