পেয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের পশ্চিম মল্লিকপুর গ্রামের শাহাবুর আলম (২৪)নামের এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে |শনিবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩টি বৃহৎ গাঁজার গাছসহ নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পীরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় |পীরগন্জ থানার তদন্ত পুলিশ পরিদর্শক খাইরুল আনাম জানান –গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাধন, এস আই মহসিন বিশেষ অভিযান পরিচালনা করে বাড়ীর উঠান থেকে ৩টি বৃহৎ গাঁজার গাছসহ জব্দ করে শাহাবুরকে আটক করা হয় | এ বিষয়ে পীরগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন –গাঁজা বিক্রীর উদ্দেশ্যে বাড়ীর উঠানে ৩টি গাঁজার গাছ লাগান শাহবুর |গাঁজার গাছসহ জব্দ ২৪শে জুলাই দুপুরে আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা করে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরন করা হয় |