পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভন্ডগ্রামে পুকুরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে |
ঘটনাস্থলে গিয়ে জানা যায় ___শামসুল হক এর পুকুরে অবৈধভাবে মাছ ধরতে নামেন দুই ভাই আইজুল এবং ফয়জুল | কিন্তু শামসুল তাদের দুই ভাইকে অবৈধভাবে মাছ ধরতে বাধা দিলে আইজুল এবং ফয়জুল বাহিনীর ৭–৮ জন আতর্কিত হামলা চালায় শামসুলের উপর এবং বেধড়ক পেটাতে থাকেন ফিল্মি স্টাইলে | স্বামীর উপর এভাবে নিষ্ঠুরভাবে মারতে দেখে ছুটে আসেন শামসুল হকের স্ত্রী এবং কন্যা সন্তান |কিন্তু তারাও রেহায় পায়নি হায়েনা নামক এই নিষ্ঠুর আইজুল এবং ফয়জুল বাহিনীর হাত থেকে | শামসুল হকের তিনজন সদস্যকেই আঘাত করতে থাকলে একসময় আইজুল আতর্কিতভাবে শামসুল হকের মাথায় বাড়ি মারেন এবং সাথে সাথে শামসুল হক মাটিতে লুটিয়ে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে বেহুশ হয়ে যান |
শামসুল হকের এমন অবস্থা দেখা পালিয়ে যান আইজুল এবং ফয়জুল বাহিনীর লোকজন | পরে এলাকার লোকজন শামসুল হককে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন | হাসপাতাল সুত্র থেকে জানা যায় –শামসুল হকের মাথায় ১৭ টি সেলাই দেয়া হয়েছে | এ বিষয়ে রানীশংকৈল থানা অফিসার এস এম জাহিদ ইকবাল বলেন–এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে |