এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার কর্মসূচির অংশ হিসেবে শহরে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সকাল বাজারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় সকাল বাজারের ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে দুই সহস্রাধিক মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

মাস্ক বিতরণের সময় সাংবাদিকরা নেতারা জানান, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *