নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি
তৃণমূল পর্যায়ে জনগণের দোরগাড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেলসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন মাঠে উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৪ জন গ্রাম পুলিশ সদস্যর হাতে এ সকল সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী অফিসার নূর-আহমেদ মাছুম ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল, ১টি ফুলহাতা শার্ট, ১টি হাফহাতা শার্ট, ২টি ফুল প্যান্ট ১টি বেল্ট দেওয়া হয়। বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যরা।

উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম জানান, আমাদের গ্রাম পুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ১২৪ জন গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকল, পোষাকসহ বিভিন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন