চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলা থেকে মাদকসহ ২২ মামলার আসামি খোকা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারগারে পাঠানো হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) রাতে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ খোকা মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ ২২টি মামলা বিচারাধীন রয়েছে।